বুয়েট ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাফিউল ইসলাম ওরফে রাফি (২১) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রাজধানীর হাজারীবাগের গণকটুলির একটি বাসা থেকে আজ দুপুরে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
রাফিউল ইসলাম সপরিবার গণকটুলিতে থাকতেন, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ আজ বিকেলে জানান। আজ সকালে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। তখন রাফিউলের শোবার ঘরে ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে রাফিউলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা আহাদ আরও বলেন, তিনি বাসা থেকে বুয়েটে যাতায়াত করতেন। স্বজনেরা বলেছেন কোনো এক বিষয়ে রাফিউল বিষণ্নতায় ভুগছিলেন।