ভাল্লুকের ফাঁদে আটকা পড়ল চিতা বাঘ

ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগানে ভাল্লুকের ভয় ছড়িয়ে পড়ার পর ফাঁদ পেতেছিলেন বনকর্মীরা৷ তবে একটি চিতাবাঘ ভাল্লুকের ফাঁদে আটকা পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার জলপাইগুড়ির মেটেলি পাড়ার কিলকোট চা বাগানে।

গ্রামের কিছু বাসিন্দা কয়েকদিন আগে ওই এলাকায় একটি ভালুক দেখেছিল বলে জানিয়েছে বন বিভাগ।

এরপর ওই এলাকায় ভাল্লুক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই সপ্তাহ আগে বন বিভাগ চা বাগানের ১২ থেকে ১৩ নম্বর এলাকার ভাল্লুক ধরার জন্য খাঁচা স্থাপন করে। সেই খাঁচায়ই শুক্রবার গভীর রাতে প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘটি ধরা পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে বাগানের কর্মীরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান খাঁচায় আটকে আছে একটি চিতা।

চিতা ভাল্লুকের ফাঁদে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই অনেক মানুষ ছুটে আসে। বন অধিদপ্তরে বাঘের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে চিতা ও তার খাঁচাটিকে অন্যত্র নিয়ে যান।