সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল

সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে গেলেও ব্রাজিল জয় দিয়ে শুরু করল তাদের বিশ্বকাপ যাত্রা। বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসন জোড়া গোল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ গোলে জয় এনে দেন।

খেলার তেরোতম মিনিটে প্রথম কর্নার কিক পায় ব্রাজিল। সরাসরি গোলপোস্টে শট করেন নেইমার। তবে দুর্দান্ত এক সেভ করেন সার্বিয়ান গোলকিপার ভাঞ্জা ভানজা মিলিঙ্কোভিচ-স্যাভিচ।

একুশতম মিনিটে আবার গোলমুখে শট করেন নেইমার। সেই শটও আটকে দেন ভানজার। আটাশতম মিনিটে গোলের আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। রাফিনিয়া পয়ত্রিশতম মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়েও গোল করতে বিফল হন। ফলে, গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে নেইমারের পাসে বক্সের ভেতর বল পান ভিনিসিয়াস। তার শট আটকে দেন গোলরক্ষক মিলিঙ্কোভিচ-স্যাভিচ, কিন্তু রিচার্লিসনের ফিরতি শট আর রক্ষা পায়নি। তার গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল শিবির।

এরপর তেহাত্তরতম মিনিটে আবারও জাদু দেখান রিচার্লিসন। লেফট উইং থেকে তার কাছে বল পাস করেন ভিনিসিয়াস। রিচার্লিসন বল দখলে এনে তা গোলে পরিনত করেন।

দ্বিতীয় গোলের পর জয়ের পরিবেশ বিরাজমান হয় ব্রাজিল শিবিরে। এরপর আর কোনো গোল হয়নি। ফলশ্রুতিতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।