আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের চমক
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে বড় চমক দেখাল সৌদি আরব। তারা শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়েছে ২-১ গোলে। যদিও মেসির পেনাল্টিতে খেলার শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দারুণভাবে খেলায় ফিরে আসে সৌদিরা।
তাদের আক্রমণের সামনে শোচনীয়ভাবে ব্যর্থ হয় আর্জেন্টিনা। ফলস্বরূপ,আকস্মিকভাবে শেষ হয়ে যায় তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ।
খেলার শুরু থেকেই মারমুখী ভাবে খেলছিলেন সৌদি ফুটবলাররা। খেলার ৮ম মিনিটে কর্নার কিক পায় আর্জেন্টিনা। মেসি কিক করতেই লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সৌদি খেলোয়াড় আল বুলাইহি। তারপর রেফারি ভিএআর চেক করার পর পেনাল্টি বাঁশি দেন। পেনাল্টির সুযোগ পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান মেসি।
খেলার ২২ মিনিটে তাদের লিড বাড়াতে পারত আর্জেন্টিনা। সৌদি জালে বল পাঠান লিওনেল মেসি। কিন্তু ভিএআর এর সাহায্যে তা বাতিল হয়ে যায়। প্রথম অফসাইডে মেসি। ২৮তম মিনিটে আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়। এখন লাউতেরো মার্টিনেজ। ৩৫ তম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় অফসাইড গোলটি বাতিল করা হয়। লাউতেরো মার্টিনেজ আবার অফসাইডে।
বিরতির পর ৪৮ মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় সৌদি আরব। ডিফেন্ডারদের মারাত্মক ভুলের কারণে আল সেহরির দুর্দান্ত গোলে সমতা আনেন। পাঁচ মিনিট পর পেনাল্টি এলাকার বাইরে থেকে বল পেয়ে ডান পায়ে গোল করেন সালেম আল দাওশারি। সৌদিরা ২-১ এগিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে যায়। কিন্তু শক্ত সৌদি ডিফেন্স ভেদ করতে পারেননি মেসি- ডি মারিয়া। ৯০তম মিনিটে সৌদি গোলরক্ষক অসাধারণ দক্ষতায় মেসির শট আটকে দেন। বিনিময়ে তাকে হলুদ কার্ড দেখানো হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে বিদায় নেয় সৌদি দল।