মুসলিমদের বিশ্বকাপ এড়িয়ে চলতে আহ্বান জানালো আল-কায়েদা
কাতারে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। কাতারে বিশ্বকাপ নিয়ে এশিয়ার অনেক দেশ ও প্রবাসীদের আনন্দ যেন আরও বেশি হয়।
ফুটবলের এই উন্মাদনা এড়াতে বিশ্বজুড়ে মুসলমানদের সতর্কতা জারি করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একটি আঞ্চলিক শাখা এই সতর্কতা জারি করেছে।
আল-কায়েদার একটি আঞ্চলিক শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা সারা বিশ্বের মুসলমানদের কাতারে ফিফা বিশ্বকাপ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে, জঙ্গি গোষ্ঠীটি ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত হামলার হুমকি দেওয়া বা সহিংসতা প্রচার করা বন্ধ করেছে, পর্যবেক্ষণ গ্রুপের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রয়টার্সের মতে, আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর ইয়েমেনি শাখা আরব উপদ্বীপে নীতি বিবর্জিত মানুষ, সমকামী, দুর্নীতিবাজ এবং নাস্তিকদের আনার জন্য কাতারের সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, বিশ্বকাপ আয়োজন মুসলিম দেশগুলোর দখলদারিত্ব ও নিপীড়ন থেকে মনোযোগ সরাতে সাহায্য করছে।
শনিবার গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে খেলার একদিন আগে আল-কায়েদা প্রথম সতর্কবার্তা জারি করে বলেছে, “আমরা আমাদের মুসলিম ভাইদের এই বিশ্ব কাপকে অনুসরণ বা অংশগ্রহণ না করার জন্য আহ্বান করছি।”
এলজিবিটি অধিকার ও সামাজিক বিধি নিষেধ সহ কাতারের মানবাধিকার রেকর্ডের সমালোচনার জবাবে বিশ্বকাপের আয়োজকরা বলেছে যে, কাতার বিশ্বকাপের সময় ধর্ম, জাতি, যৌন অভিমুখ বা পটভূমি নির্বিশেষে সকল মানুষকে তারা স্বাগত জানাবে।