শামীমা শ্রাবণীর গল্প

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ফানি ভিডিও কন্টেন্ট প্রকাশ করে সুস্থ বিনোদন দিচ্ছেন ‘শামীমা শ্রাবণী’। সবার চেয়ে নিজেকে আলাদা রেখে ভিডিও বানিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে এই কিশোরী।

শিশু কিশোর থেকে শুরু করে সববসয়ী মানুষ দেখেন তার ভিডিও। প্রশংসা কুড়ান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর কাছ থেকে। তার ভিডিও দেখে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন ‘টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক’। অনলাইনে সুস্থধারার বিনোদন দিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে পেয়েছেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পেয়েছেন ডিজিটাল লিটারেসি পুরস্কার।

শামীমা শ্রাবণী তার ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে অ্যানিমেশন এর কার্টুন ভিডিও কন্টেন্ট প্রকাশ করেন। তার বড় বোনের ছেলে ভাগিনা ইয়ামিনকে সাথে নিয়ে বানান ভিডিও কন্টেন্টে, ভিডিওগুলোতে শোনা যায় ভাগিনা ইয়ামিন ও তার কন্ঠ।

মা যাইতে দিতেছে না, নিশি ভূত, কোনো সময় দেখছেন কাউকে খারাপ কিছু বলতে, হালকা ভিলেন টাইপ বান্ধবী, গ্রীন চিপ্স শিরোনামের ভিডিওগুলোসহ তার প্রায় সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও প্রশংসা পায়।

শামীমা শ্রাবণী জানিয়েছেন তার সাফল্যের পিছনের গল্প, জানিয়েছেন ভবিষ্যতে তিনি কী করতে চান। শামীমা শ্রাবণী বলেন, প্রথমে যেসব ভিডিও বানাতাম সেগুলো চলতো না, মানুষ দেখত না। ভারতের একটি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে, ওদেরটা দেখে আমার আইডিয়া আসে আমিও অ্যানিমেশন  টাইপের কার্টুন ভিডিও বানাবো। শুরুতে তেমন ভালো কার্টুন আকঁতে পারতাম না, পরে ধীরেধীর শিখেছি। স্বপ্ন আছে অ্যানিমেশন চলচ্চিত্র বানানোর।

তার ভিডিও কন্টেন্ট এর ইয়ামিন সম্পর্কে জানতে চাইলে বলেন, সে আমার বোনের ছেলে। অনেক ছোট, কথা বলতে চায় না, খাবারের লোভ দেখিয়ে ভয়েস নিতে হয়।