ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন,আহত ফায়ার সার্ভিসের ১৫ কর্মী

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামক একটি কীটনাশক প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।

১২ই নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর বিসিক এলাকায় ৪ তলা ভবনের কারখানায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,স্থানীয়রা ভোর ৫টার দিকে কারখানায় আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের ৪ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।