করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন।তিনি  ধাপেরহাট মণিকৃষ্ণসেন ডিগ্রি কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক।

 

সোমবার বিকল সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনায় ১৫ জন মারা গেলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পীরগঞ্জে গত সোমবার ১৮ জনকে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ৫৭৮ জন করোনা পজিটিভ হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন বলেন ,পীরগঞ্জে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। এর পরও জনগণের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে।মাস্ক পরিধান, হাটবাজারে ভিড় পরিহার করা এবং একে অন্যের সঙ্গে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন।

 

তা ছাড়া আরও যে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন তা হচ্ছে— করোনা আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই আইসোলেশন রক্ষা করা। অন্যথায় এ অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করবে নিঃসন্দেহে।আর তখন কিছুই করার থাকবেনা।