ব্রাজিল বনাম আর্জেন্টিনা পরিসংখ্যান ও রেকর্ড কী বলে
আর কয়েক ঘণ্টার অপেক্ষা।শনিবারের রাত পোহালেই কোপা আমেরিকায় এক স্বপ্নের ফাইনাল ।রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে বিশ্ব ফুটবলের রুদ্ধশ্বাস মহারণ। মুখোমুখি হতে চলেছে চিরপ্রতীদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই যুদ্ধ-যুদ্ধ আবহ। তা যদি আবার কোনও প্রতিযোগিতার ফাইনাল হয়, তার উন্মাদনাটাই আলাদা। এবারের মেগা ফাউনালে দুই দেশের পাশাপাশি মেসি-নেইমারের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালের আগে জেনে নিন ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ও রেকর্ড।বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক ফাইনালে দুই দলের পরিসংখ্যান কী বলছে
এতো শুধুই মেসি-নেইমারের দ্বৈরথ নয়, এই ম্যাচ বাঙালির আবেগ ও চিরন্তন লড়াই। ফের একবার বিশ্বকাপের আগে বাঙালি দু’দলে ভাগ হয়ে গিয়ে গলা ফাটাবে তাঁদের দ্বিতীয় দেশের জন্য, সোশ্যালের ভাষায় ‘মেরি দুসরি কান্ট্রি’। কেউ বেছে নেবেন হলুদ, কারোর পছন্দ সাদা-নীল।
১৯৫৮ সালের বিশ্বকাপে কিংবদন্তি পেলের জাদু দেখে বাঙালি প্রথম আপন করে নেয় ফুটবলের দেশ ব্রাজিলকে। পেলে-গ্যারিঞ্চাদের মধ্যেই বাংলার ফুটবল অন্ত মানুষগুলো বেঁচে থাকার অক্সিজেন পেয়ে গিয়েছিলেন।
১৯৮৬ তে আর্জেন্টিনার জার্সি গায়ে আবির্ভূত হয়েছিলেন ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো মারাদোনা। বাঁ পায়ের ম্যাজিকে মোহাচ্ছন্ন করেছিলেন ফুটবল বিশ্বকে। একা কাঁধেই করে আর্জেন্টিনারে করেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন। তাঁকে দেখেই বহু বাঙালি আজন্ম আর্জেন্টিনার সমর্থক হয়ে গেলেন। বছরের পর বছর সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে।
বাঙালির চিরন্তন লড়াইয়ে কী বলছে পরিসংখ্যান ?
আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে ১৪ বার। ব্রাজিল ৯ বার। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ২ বার। ব্রাজিল ৫ বার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ১১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। তন্মধ্যে ৪৬ ম্যাচ জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪০টি। বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে। ফিফার হিসেবে ১০৫ ম্যাচে ৪১টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৩৮টি। ড্র ২৬টি।মুখোমুখি সাক্ষাতে ১৬০টি গোল করেছে আর্জেন্টিনা। ব্রাজিল করেছে ১৬৩টি গোল।
লিওনেল মেসির ক্যারিয়ারে এটা আর্জেন্টিনার পঞ্চম ফাইনাল। আগের চারটি ফাইনালের সবকটিতেই হেরেছেন মেসিরা। কোপা আমেরিকায় তিনটি (২০০৭, ২০১৫, ২০১৬) এবং বিশ্বকাপ ফাইনালে (২০১৪) একটি। মেসির প্রথম ফাইনাল হারটাও এই ব্রাজিলের বিপক্ষে।
এবারের কোপা আমেরিকায় চার গোল করে গোল্ডেন বুট জয়ে এগিয়ে আছেন মেসি। এ ছাড়া সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট আছে তার। নেইমারের গোল দুটি এবং অ্যাসিস্ট তিনটি।
কোপা আমেরিকায় এ পর্যন্ত নয়বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ট্রফি জিতেছে ১৪টি। সবশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টাইনরা। সর্বোচ্চ ১৫ বার কোপা জিতেছে উরুগুয়ে। শেষ বার ২০১১ সালে।সবশেষ ১০টি সুপার ক্লাসিকোয় ব্রাজিল জিতেছে পাঁচটি। আর্জেন্টিনার জয় চারটি। অন্য ম্যাচটা ড্র হয়েছে।
এবারের আসরে পাঁচ ম্যাচে দুই দলের সাফল্য-ব্যর্থতা একই। দুই দলই চারটি করে জিতেছে। ড্র করেছে একটিতে।এখন পর্যন্ত সুপার ক্লাসিকোতে সর্বপ্রথম ও সর্বশেষ দুটো ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা (সেপ্টেম্বর ১৯১৪ ও নভেম্বর ২০১৯)।দুই দলের সেরা তারকা মেসি ও নেইমারের কোপা আমেরিকা জেতা হয়নি। মেসির এটা কোপার চতুর্থ ফাইনাল আর নেইমারের প্রথম।সুপার ক্লাসিকোতে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হ্যাভিয়ের জানেত্তি (১৬)। সবচেয়ে বেশি গোল ব্রাজিলের লিওনিদাস সিলভার (৮)।
কোপা আমেরিকায় শেষবারের দেখায় আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দুই বছর আগে সেমিফাইনালের সেই ম্যাচে প্রথমার্ধে গোল করা ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস নিষেধাজ্ঞার কারণে এবারের ফাইনালে খেলতে পারছেন না।গত দুই যুগে পাঁচটি কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। যা অংশগ্রহণকারী দলগুলো মধ্যে সর্বোচ্চ। সেখানে গত ২৮ বছরে কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
১৯১৯ সালে প্রথমবার কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় ব্রাজিল। আর্জেন্টিনা প্রথমবার কোপা জিতেছে এর দুই বছর পর।কোপা আমেরিকায় স্বাগতিক হওয়া ব্রাজিল প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে। ঘরের মাঠে এর আগে পাঁচবার টুর্নামেন্ট আয়োজন করে প্রতিবারই শিরোপা জিতেছে তারা।ঘরের মাঠে ১৪ ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনfর জয় দুটিতে। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের মাঠে চার ম্যাচ জিতেছে এবং ব্রাজিলের জয় তিনটিতে।
ব্রাজিল সম্ভাব্য একাদশ: এডেরসন (গোলকিপার),ড্যানিলো, মার্কুইনস, থিয়াগো সিলভা, রেনান লোডি, ক্যাসিমিরো, ফ্রেড, লুকাস পাকুইতা, এভার্টন, রিচার্লিসন ও নেইমার।
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), নাহিয়েল মোলিনা, হার্মান পেজেলা/ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রডরিগো ডি পল, গুইডো রডরিগেজ, লিয়েন্ড্রো পেরেডেজ/জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজও নিকোলাস গঞ্জালেজ ।
কখন, কোথায় দেখবেন কোপা আমেরিকার ফাইনাল :কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হবে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর ৬টা শুরু খেলা।
তথ্যসূত্র: বেটথ্রিসিক্সটিফাইভ, ফুটমব, উইকিপিডিয়া, ফিফাডটকম, কনমেবল, বিবিসি, অপ্টাজো, সকারওয়ে, ওয়ানএক্সবেট