বিএনপির দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পদত্যাগ

বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মো. শাহজাহান মিয়া এবং দলের নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগে দলের খুব একটা ক্ষতি হবে না বলেই মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এর কারণ হিসেবে বলছেন, দলের কোনো দায়িত্বশীল পদে ওই দুজন ছিলেন না। লন্ডনপ্রবাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যেই বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই কেন্দ্রীয় নেতা। দুজনই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

মো. হানিফ বলেন, “কথা ছিল আমি আগে পদত্যাগ করব, পরে উনি (মো. শাহজাহান মিয়া) করবেন। শেষে ওনার পরামর্শে দুজন একসঙ্গেই করলাম।“

মো. শাহজাহান মিয়া বলেন, “আর ভালো লাগছিল না, শরীরটাও ভালো না। তাই পদত্যাগ করেছি।“

দুই নেতার পদত্যাগের নেপথ্য লক্ষ্য কার্যত দুটি। প্রথমত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওঠা আলোচনা বা বিতর্ককে আরও দৃঢ় করা এবং এই ইস্যুতে বিএনপিকে ব্যস্ত রাখা। দ্বিতীয়ত তারেক রহমান ইস্যু উসকে দিয়ে দলে বিভক্তি সৃষ্টি করা, যাতে মাঠপর্যায়ে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়।