স্পুতনিক-ভি বানাবে ভারত
পুনেভিত্তিক টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম রাশিয়ার তৈরি করোনার টিকা উৎপাদনের আবেদন জানিয়েছে। বর্তমানে ভারতে ড. রেড্ডিজ ল্যাবরেটরিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকা উৎপাদন করা হচ্ছে। বুধবার সেরামের পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে এ আবেদন করা হয়েছে। গতকাল সেরামের পক্ষ থেকে ডিসিজিআইয়ের কাছে আবেদন জমা দেওয়া হয়।
সেরাম বলে, জুন মাসের মধ্যে তারা ১০ কোটি কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারবে। সেরাম ইনস্টিটিউট এখন নোভাভ্যাক্স টিকাও উৎপাদন করছে। শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত।