গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ
বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের কম্পানির বিরুদ্ধে বেআইনি ভাবে ওষুধ মজুত করার অভিযোগ উঠেছে। করোনা মহামারীর সময় বেআইনি ভাবে ফ্লু প্রতিরোধী ওষুধ ‘ফ্যাবিফ্লু’ এবং মেডিক্যাল অক্সিজেন কিনে তা মজুত এবং সরবরাহ করেছে গম্ভীরের কম্পানি। দিল্লির ড্রাগ কন্ট্রোল হাইকোর্টের কাছে এমন অভিযোগ করেছে।
যা ভারতীয় দণ্ডবিধির ২৭ বি ৩, এবং ২৭ ডি ধারায় শাস্তিযোগ্য অপরাধ। গম্ভীরের কম্পানির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও আদালতকে জানিয়েছে ড্রাগ কন্ট্রোল। এর আগে ঠিকঠাক তদন্ত না করেই গম্ভীরের কম্পানিকে ‘নির্দোষ’ বলেছিল ড্রাগ কন্ট্রোল। আদালতের কাছে পেশ করার রিপোর্টে দিল্লির ড্রাগ কন্ট্রোল আরও বলেছে যে, গম্ভীরের কম্পানি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট-১৯৪০ ভঙ্গ করেছে।
মামলার গতিপ্রকৃতি নিয়ে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই সময়ের মধ্যে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২৯ জুলাই। উল্লেখ্য, মৃদু উপসর্গের করোনা রোগীদের চিকিৎসায় ‘ফ্যাবিফ্লু’ ব্যবহৃত হয়।