চার দশক পর পৃথিবীর আলো দেখতে পেলেন
সুইজারল্যান্ডের গবেষকেরা অপটোজেনেটিক থেরাপি ও বিশেষ চশমার ব্যবহারে এক অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফেরাতে সক্ষম হয়েছেন। ৫৮ বছর বয়সী ওই অন্ধ ব্যক্তি ৪০ বছর ধরে রেটিনাইটিস পিগমেনটোসা নামে স্নায়ুজনিত চক্ষুরোগে ভুগছিলেন।
তাঁর চোখের ফটোরিসেপ্টরগুলোর ক্ষতি হওয়ায় আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে। গবেষকেরা বলছেন, “এ থেরাপি ব্যবহারে চশমা পরা অবস্থায় কোনো বস্তু শনাক্ত, অবস্থান নির্ণয় বা গণনা করতে পারেন রোগী। ঘরের ব্যবহার্য জিনিসপত্র শনাক্ত করতে পারেন।“
জিন থেরাপি ব্যবহার করে বিজ্ঞানীরা আংশিক দৃষ্টিশক্তি ফেরাতে পেরেছেন। এটা উল্লেখযোগ্য মাইলফলক।