সরকারের চাইতে রিকশাচালকেরা বেশি শক্তিশালী
রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যবিমা ও খাদ্যসহায়তার উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অনেকে। তারা রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানদারদের উদ্দ্যেশে বিশেষ বক্তব্য প্রদান করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি, ডাক্তার দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখানো হবে। এ জন্য মাসে ২০০ টাকা চাঁদা দিতে হবে। আমরা চাই, আপনাদের দরিদ্র রিকশাচালকদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ুক, পয়সা লাগবে না। আমরা ব্যবস্থা করব। আপনাদের ব্যথা সরকার বোঝে না। “
মাহমুদুর রহমান মান্না বলেন,” না। সরকারের চাইতে রিকশাচালকেরা বেশি শক্তিশালী। সেই রিকশাচালকেরা খাইতে পান না, চিকিৎসা পান না, ঘরবাড়ি নেই, থাকার জায়গা নেই। জাফরুল্লাহ চৌধুরী তাঁদের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করছেন। আপনাদের স্বাস্থ্যবিমার জন্য ২০০ টাকা লাগবে। সরকার যদি টাকা দেয়, তাহলে স্বাস্থ্যবিমা ১০০ টাকায়ও হতে পারে।”