ফাইনালের উদ্দ্যেশে রিয়াল মাদ্রিদ

আজ রাত ২টায় স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। অর্থাৎ আজ রিয়াল জিতলেই ফাইনাল হবে এল-ক্লাসিকো ।

সময়টা ভালোই কাটছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় শিরোপার দৌঁড়ে অ্যাথলেটিকো মাদ্রিদের পেছনে ছুটছে জিদানের দল। রিয়ালের চেয়ে চার পয়েন্ট সামনে আছে রোজি ব্লাঙ্কো।লিগের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপেও ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। অপেক্ষা এখন ফাইনালে ওঠার। সে লক্ষ্যে কোন ঘাটতি রাখতে নারাজ বেনজেমা, ভিনিসিউস, কুর্তোয়ারা।

দু’দলের এখন পর্যন্ত ২৩৪ বারের দেখায় ১১৬ ম্যাচে জয় আছে রিয়ালের। ৭৪টি ম্যাচ জিতে পিছিয়ে আছে বিলবাও।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে অনিশ্চয়তা আছে লুকা জোভিচ, ড্যানি কারবাহাল, ইডেন হ্যাজার্ড, মারিয়ানো দিয়াজ ও মার্টিন ওলেগার্ডের খেলা নিয়ে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ক্যাসেমিরো।

প্রতিপক্ষ বিলবাও লিগে নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনার কাছে হেরে তেতে আছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রিয়ালের দীর্ঘদিনের পুরোনো শত্রু বিলবাও।