স্কোয়াডে নেই রিয়ালের কেউ

২০২০ ইউরোর স্পেন দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই ডাকা হয়নি এবার। বার্সেলোনার সাবেক কোচ (লুইস এনরিক) হলেও জাতীয় দলের দায়িত্ব পেয়ে দল নির্বাচনে কোনো রকম বৈষম্য করার যে ইচ্ছা নেই, সেটা বুঝিয়ে দিয়েছিলেন সেবারই। দায়িত্ব পাওয়ার পর প্রথম কোনো বড় টুর্নামেন্টের আগে আবার চমকে দিলেন এনরিকে।

বড় কোনো টুর্নামেন্টের দলে রিয়ালের কোনো খেলোয়াড় ছাড়া কখনো খেলতে নামেনি স্পেন। কিন্তু নিয়মিত অধিনায়ক  সার্জিও  রামোসের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে না পেরে তাঁকে ডাকেননি এনরিকে। রিয়াল থেকে আর ডাকার মতো কাউকেই নাকি পাননি এই কোচ। স্পেনের ফুটবল ইতিহাসেই এমন ঘটনা কখনো ঘটেনি।

এনরিকে বলেন,” এটা পরিষ্কার জানুয়ারির পর থেকেই ঠিকভাবে খেলার অবস্থায় নেই সে। গতকাল ওর সঙ্গে কথা হয়েছে আমার। এটা খুব কঠিন ছিল। আমার খুব খারাপ লেগেছে কারণ সে সব সময় সর্বোচ্চটা দেয়। কিন্তু আমার মনে হয়েছে দলের জন্য এটাই সেরা সিদ্ধান্ত। রামোসকে না পেলেও তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য লাপোর্তেকে পাচ্ছেন এনরিকে।”

স্পেন স্কোয়াড:

গোলকিপার:

উনাই সিমন, দাভিদ দে হেয়া, রবার্ট সানচেজ

রক্ষণ:

হোসে গায়া , জর্দি আলবা , পাউ তোরেস , এমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, দিয়েগো ইয়োরন্তে, আজপিলিকেতা

মধ্যমাঠ:

মার্কাস ইয়োরন্তে , সের্হিও বুসকেতস, রদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান রুইজ

ফরোয়ার্ড:

দানি ওলমো , মিকেল ওয়ারসাবালা , জেরার্দ মরেনো , আলভারো মোরাতা , ফেরান তোরেস, আদামা ত্রায়োরে , পাবলো সারাবিয়া