টেস্ট খেলবেন শেবাগ
ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন দল থেকে। ব্রিসবেনে শেষ টেস্টের আগে দল নিয়ে বিপাকে সফরকারীরা। এমন অবস্থায় দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত বলে মজা করেছেন দলটির সাবেক হার্ডহিটার ওপেনার বীরেন্দর শেবাগ।
শুরু থেকেই একের পর এক ইনজুরি চেপে ধরে ভারতীয় দলে। পুরো সফর থেকে ছিটকে যান অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। প্রথম টেস্টের পর পেসার মোহাম্মদ শামি ছিটকে যান দল থেকে। এরপর উমেশ যাদব। আর তৃতীয় টেস্টের আগে চোট পেয়ে সফর শেষ হয় লোকেশ রাহুলের। তার পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও।শেষ টেস্টের আগে বোলিংয়ে নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহকে পাওয়া নিয়ে অনিশ্চিত ভারত।
সংশয় আছে রবিচন্দ্র অশ্বিনকে নিয়েও। নেটে অনুশীলনের সময় আঘাত পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। আর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে আছেন প্রথম টেস্টের পর থেকেই।
শেষ টেস্টে একাদশ সাজানো নিয়ে চ্যালেঞ্জের মুখে ভারত। আর এটি নিয়েই এবার মজা করলেন শেবাগ। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “এত ক্রিকেটারের ইনজুরি, একাদশ যদি না হয়, অস্ট্রেলিয়ায় যেতে আমি তৈরি। কোয়ারেন্টিনের বিষয় দেখা যাবে।“