বাংলাদেশের চলচ্চিত্রে নচিকেতা
নচিকেতার কণ্ঠে ‘দিনবদলের দিন শুরু’ শিরোনামে গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। কথাগুলো লিখেছেন মীর সাব্বির নিজেই, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার তমাল চক্রবর্তী। গান প্রসঙ্গে মীর সাব্বির বলেন, “তাঁর মতো একজন গায়ক আমার ছবিতে গেয়েছেন ভেবে ভালো লাগছে। গানের কথাগুলো দেখে তাঁর ভালো লেগেছে, এ কারণেই তিনি গাইতে রাজি হয়েছেন। আশা করি দর্শকেরা ভালো একটি গান শুনতে পাবেন।“ রাত জাগা ফুল ছবির সংগীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেন মমতাজ বেগম।
পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীকে পাওয়া যাবে বাংলাদেশের চলচ্চিত্রে। দুই বাংলায় বিপুল জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী কণ্ঠ দিয়েছেন মীর সাব্বির পরিচালিত রাত জাগা ফুল সিনেমার একটি গানে। করোনা মহামারি শুরু হওয়ার আগে গানের রেকর্ডিং সম্পন্ন হলেও সম্প্রতি এর চূড়ান্ত সংস্করণটি হাতে পেয়েছেন এই পরিচালক।
সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, মীর সাব্বির, জয়রাজ প্রমুখ। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মীর সাব্বির। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তির কথা রয়েছে।