গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

শনিবার (২৪ জুন) বিকেল ৫টায় পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল দোতালা সাঁকোর সামনে শ্যালোমেশিন চালিত স্টিয়ারিং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দুই কিশোর।

আহতরা হলেন, দিয়াড় বাঘইল গ্রামের শাহজাহান আলীর ছেলে সানজাদ জিসান (১৫)। তিনি নর্থবেঙ্গল পেপার মিল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের সিয়াম (১৫)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জিসান তার বন্ধু সিয়ামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে রূপপুর-পোস্টঅফিস সড়ক দিয়ে ঈশ্বরদী বাজারে যাচ্ছিল। এ সময় বাঘইল দোতালা সাঁকোর কাছে ধানবোঝাই স্টিয়ারিং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান ও সিয়াম গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেল গাড়ির চাকার নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহসিনা ফারিয়া ঋতিকা জানান, শনিবার বিকেলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় জিসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও সিয়ামের পায়ের হাড় ফেটে গেছে।