ভূমিকম্পে কেঁপে উঠে দেশের বিভিন্ন স্থান

শুক্রবার (১৬ জুন) সকাল পৌনে ১১ টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ মে সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

উল্লেখ্য, গত পাঁচ বছরে বাংলাদেশে ৫৪ থেকে ৫৫টি ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্পের রেকর্ড রয়েছে।