আশরাফুল আমিরাতে কোচিং কোর্স করতে
মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম বড় তারকা। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলের ক্যারিয়ার শেষ সেখানেই। ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও, খেলোয়াড়ি জীবন শেষের দিকে।। ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে চান কোচের ভূমিকায় -এমন ইচ্ছার কথা জানিয়েছেন বহুবার।
আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে লুফে নেন ৩৮ বছর বয়সী আশরাফুল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দিয়েছন আবুধাবি আয়ার ব্যবস্থা করে। এই কোচিং কোর্সে বুলবুল ছাড়াও থাকছেন রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও ইকবাল সিকান্দার।
কোচিং ক্যারিয়ার শুরুর প্রস্তুতি নিয়ে রোমাঞ্চিত আশরাফুল। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি আবুধাবি যাচ্ছি, ২৬ তারিখ থেকে লেভেল -৩ কোচিং শুরু হবে। আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় হচ্ছে এটা। রোজার ঈদের আগে জানতে পারি, লেভেল-৩ কোর্স হবে। ২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শূন্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্টাম ভিন্ন। শিখতে যাচ্ছি, ৬ দিনের কোর্স। সবাই দোয়া করবেন।’