আশরাফুল আমিরাতে কোচিং কোর্স করতে

মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম বড় তারকা। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলের ক্যারিয়ার শেষ সেখানেই। ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও, খেলোয়াড়ি জীবন শেষের দিকে।। ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে চান কোচের ভূমিকায় -এমন ইচ্ছার কথা জানিয়েছেন বহুবার।

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল -২ কোর্স করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। আর টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল -১ কোর্স না করলেও চলে।
কোচিং ক্যারিয়ারটা শুরু করতে সুযোগটার সদ্ব্যবহার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লেভেল-৩ কোচিং কোর্স করতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। আবুধাবিতে এই কোর্সের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২৬ তারিখ থেকে এ কোর্স শুরু হবে বলে জানান তিনি।
আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে লুফে নেন ৩৮ বছর বয়সী আশরাফুল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দিয়েছন আবুধাবি আয়ার ব্যবস্থা করে। এই কোচিং কোর্সে বুলবুল ছাড়াও থাকছেন রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও ইকবাল সিকান্দার।