বৃষ্টির দিনে অফিস যাওয়ার প্রস্তুতি
বৃষ্টির দিনে বের হওয়া ঝামেলার কাজ। কিন্তু বের হওয়া তো এড়িয়ে যাওয়া যাবে না৷ বিভিন্ন প্রয়োজনে বের হতেই হবে। তাই বের হওয়ার জন্য বেছে নিতে হবে বর্ষার উপযোগী সাজ-পোশাক।
আসুন জেনে নিই বাদল দিনে অফিস যাওয়ার প্রস্তুতি।
১. বর্ষাকালে পোশাক নির্বাচনে অনেক সর্তক হতে হবে। নারীরা এ সময় বেগুনি, সবুজ, মেরুন, নীলচে ধরনের গাঢ় রঙের পোশাক পরতে পারেন। এছাড়া সুতি কাপড় পরলে আরাম পাওয়া যাবে, তবে এ সময় তা যেন অবশ্যই পাতলা সুতি কাপড় হয়। আর লিলেন, সিনথেটিক ফেব্রিকের পোশাক পরা যেতে পারে কারণ এগুলো দ্রুত রোদে শুকায়।
অন্যদিকে পুরুষেদের ক্ষেত্রে প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট পরতে পারেন। প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট সহজে বৃষ্টিতে ভেজে না এবং সামান্য ভিজলেও দ্রুত শুকিয়ে যায়
২. বৃষ্টিতে সুরক্ষা দেবে রেক্সিনের বেল্ট ও জুতা। বর্ষায় রেক্সিন, প্লাস্টিকের জুতা, টল-বুট বা গামবুট জুতা ব্যবহার বেশ সুবিধাজনক। রেক্সিনের জুতা পড়লে অফিসের ফরমাল জুতাই মনে হবে।
৩. অফিসের ব্যাগে সব সময়ই প্রয়োজনীয় কাগজপত্র থাকে। আর তাই বৃষ্টির দিনে ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। এ সময় কোনোভাবেই চামড়ার ব্যাগ ব্যবহার করা যাবে না। কারণ চামড়ার ব্যাগ বিজে যাওয়ার ভয় থাকে। এ সময় ওয়াটার রেসিস্ট্যান্ট অফিশিয়াল ব্যাগ ব্যবহার করতে পারেন।
৪. বৃষ্টির দিনে ছাতার বিকল্প নেই। আর তাই বৃষ্টি থাকুক আর নাই থাকুক অফিসের উদ্দেশে ঘর থেকে বের হলেই ব্যাগে অবশ্যই ছাতা রাখতে হবে।
৫. বৃষ্টিতে ছাতা ব্যবহারে ঝামেলা মনে হলে রেইনকোর্ট ব্যবহার করতে পারেন।
৬. বৃষ্টির দিনে ব্যাগে ছোট আকারের তাওয়াল রাখাতে পারেন। অফিসের পৌঁছানোর পরে তাওয়াল দিয়ে ভাল করে মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ মুছে নিতে পারেন।
৭. বর্ষার দিনে মেয়েরা মেকআপের ক্ষেত্রে থাকতে হবে সচেতন। হালকা মেকআপই এক্ষেত্রে ভালো। কারণ কখন কিভাবে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেলো আর ভারী মেকআপের হাল হয়ে গেলো খারাপ৷ তাই হালকা মেকআপ নিন। কাজল মাশকারা অবশ্যই যেন ওয়াটারপ্রুফ হয়।
৮. নারীরা চুল রাখুন একটু শাসনে। বৃষ্টির দিনে খোলা চুল ভেজা আর্দ্রতাকে খুব একটা আরামদায়ক করে না৷ তাই চুল রাখুন বেঁধে। খোঁপা কিংবা বিনুনি করতে পারেন৷ খোঁপায় গুঁজে দিতে পারেন মৌসুমি কোনো ফুল।
বৃষ্টির দিনে বের হওয়া বিরক্তির না হয়ে স্বস্তির করে তুলতে দৈনিক জীবনে একটু পরিবর্তন আনাই শ্রেয়।