নৈতিকতা পুলিশ বিলুপ্তির ঘোষণা দিয়েছে ইরান
পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুতে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই প্রতিবাদের ফলে স্থানীয় ও আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়ে ইরান অবশেষে মোরালিটি পুলিশ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আইএসএন নিউজ এজেন্সি ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মোনতাজেরির বরাত দিয়ে বলেছে যে, নৈতিকতা পুলিশের সাথে বিচার বিভাগের কোন সম্পর্ক নেই। এটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে, শনিবার (৩ ডিসেম্বর) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান প্রজাতন্ত্র ইসলামের মৌলিক সংবিধানের ওপর প্রতিষ্ঠিত। যাইহোক, এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সাংবিধানিক অধিকারগুলি নমনীয়ভাবে প্রয়োগ করা যেতে পারে। ইসলামী আন্দোলনে শাহ রাজবংশের পতনের পর ১৯৪৩ সাল থেকে ইরানি নারীদের হিজাব পরতে বাধ্য করা হয়। চলতি বছরের জুলাই মাসে, দেশটির রাষ্ট্রপতি, ইব্রাহিম রাইসি, সকল প্রদেশে হিজাব আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
ইরানের নৈতিকতা পুলিশ কর্তৃক আটক ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু দেশটিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের জন্ম দিয়েছে। চলমান বিক্ষোভের মধ্যে সহিংসতাও ছড়িয়ে পড়ে।
ইরান সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে যে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, সেপ্টেম্বরে শুরু হওয়া সহিংসতায় দুইশ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই মৃত্যু দাঙ্গার ফল।
এতে বলা হয়, বিভিন্ন বিদেশি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে গিয়ে নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ‘গুণ্ডা’ এবং ‘সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য’। নিরাপত্তা বিশৃঙ্খলায় নিরীহ মানুষ মারা গেছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (IRGC) এর শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ সহিংসতায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার কথা স্বীকার করার কয়েকদিন পর, দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল সংস্থা দুইশ জনেরও বেশি নিহত হওয়ার খবর দিয়েছে। কিন্তু, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মতে ইরানে সরকারবিরোধী সহিসংতায় চার শতাধিক মানুষ মারা গেছে।