যশোরে মরিচ ক্ষেত থেকে ৭০ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি

যশোরের চৌগাছায় মরিচের ক্ষেত থেকে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে মরিচ ক্ষেতে ৭০টি স্বর্ণের বার পাওয়া গেছে। বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মোট মূল্য ৮ কোটি ৩৫ লাক্ষ ২০ হাজার টাকা। ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যশোর ৪৯ বিজিবি দলপতি লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে বিজিবির একটি টহল ছিল। এ সময় বিজিবি সদস্যরা মৎসমপুরের ৩৮/৮৫ নম্বর পিলার থেকে ৩০০ গজ দূরে দুই কৃষককে মাঠে ঘুরতে দেখে চার্জ করেন। এরপর তারা পালিয়ে যায়। একই সময়ে, অন্যদিকে, ভারতীয় সীমান্তে আরও দুজনকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। পরে বিজিবি চোরাচালানের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে পাশের মরিচ ক্ষেতে বান্ডিল অবস্থায় ৭০ টি সোনার বার  পাওয়া যায়।