৩ ঘণ্টা বিয়ার না খেয়ে আপনি বাঁচতে পারবেন: জিয়ান্নি ইনফান্তিনো

বিয়ার নিয়ে কাতারের স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে কাতার। তার পরই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তা নিয়ে শনিবার মুখ খুললেন ফিফাপ্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ১০টি ফ্যান জোনে এক লাখেরও বেশি মানুষ একসঙ্গে মদ্যপান করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দিনের মধ্যে তিন ঘণ্টা বিয়ার পান না করেও আপনি বেঁচে থাকতে পারবেন।

শুক্রবার ফিফা ঘোষণা করেছে, কাতারে স্টেডিয়ামের কাছে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফা প্রেসিডেন্ট বলেন, এটা যেহেতু মুসলিম দেশ, তাই এটা এত বেশি হইচই হচ্ছে। ফ্রান্স, স্পেন, পর্তুগাল বা স্কটল্যান্ডেও একই নিয়ম ছিল।স্টেডিয়ামের মধ্যে বিয়ার নিষিদ্ধ ছিল। তাই কাতারের বেলায় এর বিরোধিতা করা ভন্ডামি।

ফিফা প্রেসিডেন্ট বলেন, আজ নিজেকে কাতারি মনে হচ্ছে। নিজেকে আরবের মানুষ মনে হচ্ছে। আজ নিজেকে আফ্রিকান মনে হচ্ছে। আজ নিজেকে পরিযায়ী শ্রমিক মনে হচ্ছে।

রোববার রাত থেকে এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামবে আয়োজক দেশ কাতার।