৯০০ কেজি গরুর মাংস নিয়ে ছাত্রাবাসে হাজির মেসিরা !
বিশ্বকাপ ফুটবল খেলতে কাতারে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসিরা। তবে সেখানে বিলাসবহুল হোটেলে থাকবেন না তারা। কাতারে পৌঁছে মেসিদের নিয়ে কোচ স্কালোনি উঠলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাসে! বিফ বার্বিকিউ খাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এজন্য ৯০০ কেজি গরুর মাংসও সাথে নিয়েছে আর্জেন্টিনা।
মেসি এবং আর্জেন্টিনার সবাই যাতে খাবার খেতে পারেন সেটার ব্যবস্থা করা হয়েছে। বার্বিকিউ বানানো হবে আর্জেন্টিনার রন্ধনপ্রণালীতে। মাংসের সঙ্গে থাকবে সব্জি এবং ওয়াইন। যদিও মেসিদের খাওয়ার পরিমাণ বেধে দেওয়া থাকবে। দক্ষিণ আমেরিকার বিফ সুস্বাদু। সেখান থেকে নিয়ে আসা হয়েছে মেসিদের জন্য।
আর্জেন্টিনা এ বারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। তারা দেশ থেকে রাঁধুনিও নিয়ে এসেছে। অনেক দেখেশুনে তবেই ওই ছাত্রাবাস বেছে নিয়েছেন মেসিরা। সেই ছাত্রাবাসে ভাল অনুশীলনের জায়গাও রয়েছে। সেই সঙ্গে খোলা আকাশের নীচে রান্নার ব্যবস্থাও।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, মাংস দিয়ে তৈরি ‘আসাদো’ নামের একটি খাবার আমাদের সংস্কৃতির অংশ। আমরা যখন কথা বলি, হাসি, নির্ভার থাকি, অন্যদের সঙ্গে মিশি তখন ‘আসাদো’ থাকে। এটি আমাদের প্রিয় খাবার। তবে এখানে ব্যাপারটা আরও বড়। এর মাধ্যমে দলের ভেতরে রসায়ন আরও মজবুত হবে, একতা বৃদ্ধির পরিবেশ তৈরি হবে।
আর্জেন্টিনার ফুটবল কর্তারা চাইছেন মেসিদের ঘরের পরিবেশ দিতে। অন্তত খাবারের দিক থেকে সেটা সম্ভব করার চেষ্টা করছেন তারা। আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলতে নামবেন মেসিরা।