ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে রাবির দুই শিক্ষার্থীসহ গ্রেফতার ৩
ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট কানেকশন ব্যবহার করে প্রবাসী ও দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করে প্রতারণা করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তারা হলেন- রবিন আলী (২১), শাকিব খান (২২) এবং মো. রেজোয়ান ইসলাম (২৩)। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
এ সময় তাদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণা করার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড বাজেআপ্ত করা হয়।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করত। তারা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নাম্বার সংগ্রহ করত। পরে কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) হাতিয়ে নিত।
এভাবে পাসওয়ার্ড হাতে পাবার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথপোকথন ও মেসেজ পর্যবেক্ষণ করত। একপর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলত।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি নাজমুল জানান, এ ধরনের অপরাধ করার জন্য নাটোরের লালপুরে একটি গ্রুপ তৈরি হয়েছে। ডিএমপির সিটি-সাইবার সেখানকার অনেককেই শনাক্ত করেছে। শীঘ্রই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে।
জনগণকে সচেতন করে তিনি বলেন, কোনোভাবেই মোবাইল বা ইমোতে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না।