পাকিস্তানের কপালে নতুন দুশ্চিন্তার ভাজ
বিশ্বকাপ শিরোপার অনেক কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটের যন্ত্রণাদায়ক হার স্বীকার করতে হয়েছে পাকিস্তানকে। শিরোপার হাতছাড়া হবার পর এবার শাহিন শাহ আফ্রিদির চোট নতুন দুশ্চিন্তায় ভোগাচ্ছে পাকিস্তানকে।
হাঁটুর ইনজুরির কারণে বিগত এশিয়া কাপে অংশ নিতে পারেন নি তিনি। তবে চোট কাটিয়ে পুনরায় দলে ফিরতে একদমই সময় নেন নি এই পেসার। বিশ্বকাপের শেষ চার ম্যাচে শিকার করেছেন ১০টি উইকেট।
১৩ই নভেম্বর রোববার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের সামান্য পুঁজি নিয়েও চমৎকার প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি বোলাররা। যার শুরুটা করে দেন পাকিস্তানের বোলিং বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই তার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয় ইংলিস ওপেনার অ্যালেক্স হেলস। প্রথম স্পেলের দুই ওভারে মাত্র ১২ রান খরচ করেন তিনি।
শেষদিকে তার বাকি দুই ওভার দেখার জন্য মুখিয়ে ছিল পাক সমর্থকরা। কিন্তু একটি মাত্র বল করেই মাঠ ছাড়েন তিনি। মূলত তেরোতম ওভারে হ্যারি ব্রুকের ওঠা ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান আফ্রিদি। আর এই চোটের করণে আবারও বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই পেসার।
পাক অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণ বিশ্বের অন্যত্তম সেরা বোলিং আক্রমণ। আমরা যেভাবে প্রথম ৬ ওভার শুরু করেছিলাম…কিন্তু দুর্ভাগ্যবশত শাহিন ইনজুরিতে পড়ে গেল। নইলে আজ ফলাফল ভিন্ন হতে পারত। তবে এটি খেলারই অংশ।’
যদিও পাকিস্তান টিম নিজ দেশে ফেরার পরই আফ্রিদির চোটের আনুষ্ঠানিক আপডেট পাওয়া যাবে। তবে শঙ্কা আছে, ঘরের মাঠে আসন্ন ডিসেম্বর-জানুয়ারিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নাও খেলতে পারেন শাহিন।