খেরসন থেকে পিছু হটল রাশিয়া
ইউক্রেনের-রাশিয়া যুদ্ধের পরিস্থিতি নিল নতুন এক মোড়। বিবিসির এক প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়,রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তিনি শহরটির দিনিপ্রো নদীর পশ্চিম দিক থেকে সেনাদের পিছু হটার আদেশ দিয়েছেন।
এ বিষয়ে রুশ কমান্ডার সের্গেই সুরোভিকিন বলেছেন, বর্তমানে খেরসন শহরটিতে প্রয়োজনীয় রসদ সরবরাহ প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা আমাদের সৈন্যদের জীবন ও ইউনিটগুলোর লড়াই করার ক্ষমতা রক্ষা করবো। পশ্চিমতীরে সৈন্যদের মোতায়েন রাখার কোনো মানে হয় না। এইসকল সৈন্যদের অন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। ফলশ্রুতিতে আজ টানা ২৫৯ দিনের মতো দেশ দুটির মধ্যে সংঘাত চলছে। এতে দুই দেশেরই বহু সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারায়। তবে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।