সরাসরি দেখুন বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে শুরু হবে এই ম্যাচটি।
বাংলাদেশের ক্রিকেটের জন্য ঐতিহাসিক অ্যাডেলেইড, যে মাঠে বাংলাদেশ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছিল।
ব্যাঙ্গালোরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এক রানে হেরেছিল ভারতের বিপক্ষে, এই ম্যাচের স্মৃতিও অনেক সমর্থকদের মনে স্পষ্ট।
সেটা সাকিব আল হাসানের মঙ্গলবারের সংবাদ সম্মেলনেই স্পষ্ট। তিনি বলেছেন, বাংলাদেশ যদি ভারত বা পাকিস্তানের সাথে জিতে যায় সেটা হবে অঘটন।
অ্যাডিলেড শহরের অ্যাডিলেড ওভালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পরিসংখ্যান, শক্তিমত্তা ও বর্তমান ফর্ম- সব দিক থেকে সাকিব আল হাসানরা পিছিয়ে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা সময় কাটাচ্ছে তারা। প্রথমবার কোনও আসরের মূল পর্বে এসেছে জয়, তাও আবার একটি নয়, দুটি।
“ভারতের দলের দিকে তাকান, ওদের স্কোয়াডে যেসব ক্রিকেটার আছে, তাতে ওদের সাথে জিততে পারলে অঘটনই বলবো।”
তিন ম্যাচে দুই ম্যাচ জিতে বাংলাদেশের এখন হারানোর কিছু নেই এটা ঠিক, কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।