নাইজেরিয়ার একটি তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক!

নাইজেরিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে।

অবৈধ তেল রাখার এ ডিপোতে আগুনে পুড়ে যাওয়া শতাধিক এসব ব্যক্তিকে শনাক্ত করার উপায়ই নেই বলে জানিয়েছেন রিভারস প্রদেশের পেট্রোলিয়াম রিসোর্সেস কমিশনার গুডলাক ওপিয়াহ।

ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডভোকেসি সেন্টার জানিয়েছে, বিকট এ বিস্ফোরণে তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়িও পুড়ে গেছে।

এ বিস্ফোরণে তেল কিনতে ইনে থাকা বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে।

দেশটিতে পাইপলাইন থেকে তেল চুরি করে পরিশোধনের এমন কর্মকাণ্ড নতুন না হলেও এত মানুষের প্রাণহানি খুব একটা ঘটেনি।

পাইপলাইন থেকে তেল চুরি করে পরিশোধনের এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে স্থানীয় কর্তৃপক্ষ অভিযান শুরু করলেও খুব বেশি সফলতা আসেনি।

এরমধ্যেই গত বছরের অক্টোবরের বড় একটি বিস্ফোরণের পর এ দুর্ঘটনার খবর এল। অক্টোবরের এই বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

এমনকি তাদেরকে শনাক্ত করাও সম্ভব নয় বলে জানিয়েছে তারা।