ভাস্কর্যের নিরাপত্তার খাতিরে চট্টগ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

ভাস্কর্যের নিরাপত্তার খাতিরে চট্টগ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা
চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ স্থাপিত সকল ভাস্কর্যগুলোর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে নগর পুলিশ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুর ওয়ারিশ বলেন , ”কুষ্টিয়ার ঘটনার পর নগরীতে স্থাপিত ভাস্কর্যগুলোতে পুলিশের পক্ষ থেকে নজরদারির আওতায় আনা হয়। এখন আমরা এই ভাস্কর্যগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ভাস্কর্যগুলোর পাশে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।”
নগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ ভাস্কর্যসহ বন্দর নগরীতে মোট ৯টি ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) নির্দেশনা পাওয়ার পর ওই সব ভাস্কর্য, ম্যুরালে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।