চট্টগ্রামে করোনায় নিহত ১৭
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাকালের সর্বোচ্চ ১৩১৫ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৭.৪১ শতাংশ এবং এ সময়ে ১৭ করোনা রোগীর মৃত্যু হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল বুধবার চট্টগ্রামের ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৩১৫ জন পজিটিভ শনাক্ত হন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৭৯৭৫১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৫৯৮২২ জন ও গ্রামের ১৯৯২৯ জন।
গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ৮ জন ও গ্রামের ৯ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৯৪৯ জন। এতে শহরের বাসিন্দা ৫৬৯ জন ও গ্রামের ৩৮০ জন।
এর মাঝে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৮৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫৫২০৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৭২৯ জন ও ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৭৪৭৯ জন। হোম কোয়ারেন্টাইনে ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০০ জন এবং ছাড়পত্র নেন ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৮৭ জন।