করোনায় রাজশাহী যেন মৃত্যুনগরী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে   গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।এর আগে গত সোমবার (২৮ জুন) সর্বোচ্চ ২৫ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। বাকি রা  মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

 

মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ৭জন, নাটোরের ৩জন, চাঁপাইনবাবগঞ্জের  ১জন, নওগাঁর একজন এবং পাবনার একজন রোগী ছিলেন।হাসপাতালটিতে এ মাসেই গত  তিনদিনে  ৫২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

 

হাসপাতাল পরিচালক  আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৭৮ জন। এত বিশাল রোগীর জন্য হাসপাতালটিতে  শুধু  করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।