দরিদ্র দেশ গুলোতে টিকা দিবে বৃটিশ প্রধানমন্ত্রী

জি-৭ ‍সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছেন। জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন।বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। ।উক্ত ‍সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও জি-৭ এর জোট নেতারা উপস্থিত ছিলেন এবং ভারতসহ অন্যান্য দেশের নেতারা ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন । সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র দেশগুলোকে টিকার আওতায় নিয়া আসা ।

উক্ত সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় স্বার্থপরতা, জাতীয়তাবাদী আচরণ থেকে বেরিয়ে আসব এ জন্য সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়েছিল। মহামারি মোকাবিলায় স্বার্থপরতা, জাতীয়তাবাদী আচরণ আমাদের ক্ষতি করেছে। যদিও পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়েছিল এ জন্য যে আমরা আমাদের কূটনৈতিক তৎপরতা  আমাদের অর্থ ও বৈজ্ঞানিক আবিষ্কার ব্যবহার করে এই কোভিড-১৯ মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, আমরা যত দ্রুত সম্ভব টিকা তৈরির চেষ্টা করছি এবং যত দ্রুত সম্ভব এ টিকা বিতরণ করছি। আমরা সরাসরি এ কাজ করছি।জি-৭-এর নেতারা দরিদ্র দেশগুলোকে যে পরিমাণ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা তাঁরা নিজ থেকে ওই দেশগুলোর হাতে তুলে দেবেন, নয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দেবেন। যুক্তরাজ্য কোভ্যাক্সে ১০ কোটি টিকার ডোজ দেবে বলেও জানিয়েছেন তিনি।

সম্মেলনে জোট নেতারা করোনা মহামারি নিয়ন্ত্রনে সকল পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেছেন এবং দরিদ্র দেশসহ সকল দেশে টিকার আওতায় আনার কর্মসূচি নিয়াছেন । এ পদক্ষেপ খুব  শিগগিরই শুরু হবে এবং তা বাস্তবায়ন করা হবে।