বড় ভাই না ছোট ভাই কে পাবে স্প্যানিশ লিগ কাপ
ম্যাচ বাকি আর একটি, কিন্তু হিসাব- নিকাশ অনেক। আতলেতিকো ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮১। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ২। আতলেতিকোর জন্য সমীকরণটা সহজ। ম্যাচ জিতলেই শিরোপা। ড্র বা হারের ক্ষেত্রেও সুযোগ থাকবে, যদি রিয়ালও পয়েন্ট হারায়।
রিয়ালের জন্য ম্যাচ জিততে তো হবেই, প্রার্থনা করতে হবে যাতে আতলেতিকোও পয়েন্ট হারায়। আতলেতিকো হারলে আর রিয়াল জিতলে তো রিয়াল শিরোপা জিতবেই, আতলেতিকোর ড্র আর রিয়ালের জয়ের ক্ষেত্রেও শিরোপা রিয়ালের ঘরেই যাবে। কারণ, স্প্যানিশ লিগে দুই দলের পয়েন্ট সমান হলে লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল হয়ে দাঁড়ায় ব্যবধানসূচক, আর লিগে আতলেতিকোর বিপক্ষে দুই ম্যাচের একটিতে রিয়াল জিতেছে, অন্যটি হয়েছে ড্র।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। আতলেতিকো মাদ্রিদ যাবে রিয়াল ভায়াদোলিদের মাঠে।