ট্রেন চালু অবস্থায় শৌচাগারে গেলেন ট্রেন চালক
জাপানের কেন্দ্রীয় অঞ্চল শিজুওকায় চলন্ত ট্রেন অবস্থায় শৌচাগারে গেলেন চালক। ঘণ্টায় দেড় শ কিলোমিটার গতিতে চলছিল বুলেট ট্রেনটি। এই অবস্থায় শৌচাগারে যাওয়ার প্রয়োজন পড়ে চালকের। তাই ককপিট ছেড়ে সোজা চলে যান শৌচাগারে। হিকারি ৬৩৩ নামের বুলেট ট্রেনটিতে ১৬০ জন যাত্রী ছিল।
বয়সী ট্রেনচালক পেটব্যথায় ভুগছিলেন। তাই জরুরি ভিত্তিতে শৌচাগারে যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। তখন তিনি সহকারীকে ট্রেনের ককপিটে ডেকে নেন এবং ট্রেন চালানোর দায়িত্ব দিয়ে চলে যান যাত্রী কেবিনের একটি শৌচাগারে। তিন মিনিট পর তিনি ফিরে আসেন। সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির নীতিমালা অনুযায়ী, চালকেরা যদি অসুস্থতা বোধ করেন, তাহলে তাঁদের অবশ্যই প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। জরুরি মুহূর্তে ট্রেন পরিচালনার দায়িত্ব সহকারীকে দেওয়া যেতে পারে।
এতে কোনো দুর্ঘটনা না ঘটলেও দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য চালক–সহকারী দুজনকেই শাস্তি ভোগ করতে হতে পারে। নিয়ম ভঙ্গের কারণে কোনো দুর্ঘটনা না ঘটলেও চালক ও তাঁর সহকারী, দুজনের বিরুদ্ধেই সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে।