৪২ শতাংশ আইসিইউ বেড খালি রয়েছে
বৃহস্পতিবার ২৯ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয় সারাদেশের হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ১২ হাজার ৩৬৫টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ৩৩৫টি। অর্থাৎ ৬৭ দশমিক ৪০ শতাংশ সাধারণ বেড খালি রয়েছে।
এছাড়া সারাদেশে আইসিইউ বেড আছে এক হাজার ৮৪টি; এর মধ্যে খালি আছে ৪৫৯টি। অর্থাৎ ৪২ শতাংশ আইসিইউ বেড খালি রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ৩ হাজার ৪৮১টি, এর মধ্যে খালি আছে ২ হাজার ২৮টি। অর্থাৎ সরকারি হাসপাতালে ৫৮ শতাংশ বেড খালি আছে। আর বেসরকারি হাসপাতালে সাধারণ বেড আছে ২ হাজার ১৬৩টি, এর মধ্যে খালি আছে এক হাজার ৩৮৫টি।
আর ঢাকার হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ৫ হাজার ৬৪৪টি, যার মধ্যে খালি আছে ৩ হাজার ৪১৩টি। অর্থাৎ ঢাকায় ৬০ শতাংশ বেড খালি রয়েছে।