চেষ্টা ছাড়া বিছানায় শুইয়া চোখ না মেলিয়া কোনো জাতির ভাগ্য বদলাতে পারে না

শনিবার (২৪ জুন) সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, চেষ্টা ছাড়া বিছানায় শুইয়া চোখ না মেলিয়া কোনো জাতির ভাগ্য বদলাতে পারে না।

তিনি বলেন, তার প্রমাণ তুরস্কেরে কামাল আতাতুর্ক। তুর্কিরা এক সময় নির্জীব জাতি ছিল। কামাল আতাতুর্ক তাদের জাগিয়ে তুলেছেন। আজ তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।

মতিয়া চৌধুরী আরও বলেন, সাধারণ মানুষের ছেলে-মেয়েদের ওপরের দিকে উঠানোই আমার টার্গেট। সেই লক্ষ্যেই এই অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রণোদনা দিলে তারা পড়ালেখায় আরও উৎসাহ পায় ও ভালো করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ প্রমুখ।