বীর মুক্তিযোদ্ধার সন্তানকে খুন
বৃহস্পতিবার (২২ জুন) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২১ জুন) রাত ৮টায় ওই ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে বেল্টু ইসলাম ওরফে বাটল (৩৫)। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ জানান, নিহত বাটলের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিল।
পুলিশ জানায়, বাটুলের সঙ্গে স্থানীয় নেতৃত্ব নিয়ে একই গ্রামের হাসিব মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। এ সময় বাটুলের উপস্থিতি টের পেয়ে হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে বাটুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাটলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।