অপু বিশ্বাসের উপস্থাপনায় বুবলীর নাচ

প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে টেলিভিশনগুলো বিভিন্ন আয়োজন করে দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে। আর এ ধারার সূচনা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্য দিয়েই। এ বছরও নানা আয়োজন রেখেছে বিটিভি। ঈদে বিটিভির দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের একটি ‘আনন্দ মেলা’।

নানা চমক থাকে এই অনুষ্ঠানকে ঘিরে। বিটিভির পক্ষ থেকে জানানো হলো ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে ঈদের ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আনন্দ মেলা উপস্থাপনা নিয়েও প্রতি বছরই থাকে নতুনত্ব্য। বিটিভির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার উপস্থাপনার ভার থাকছে জনপ্রিয় দুই সিনেমার মুখ। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস এবারেরর আনন্দ মেলা মাতাবেন নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে। কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ।

ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’, ‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। এছাড়া এবার ‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ডান্স।