এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্যটা ছিল ৬০ রানের। শুরু থেকেই পাকিস্তানের মেয়েদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে জিততে পাকিস্তানের দুই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। সেখান থেকে শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান। শেষ পর্যন্ত সেটি করতে পারেনি পাক নারীরা। ফলে ৬ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিবিঘ্নিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ ওভারে ৬০ রান করতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত হতো পাকিস্তান নারী দলের। কিন্তু টাইগ্রেসদের চেপে ধরা বোলিংয়ে সেই সুযোগটা হলো না পাকিস্তানের।

৯ ওভার ব্যাটিং করে ৫৩ রান তুলতেই থেমে যেতে হয়েছে পাক নারীদের। আর তাতেই ৬ রানের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে লতা মণ্ডল-মুর্শিদা খাতুনদের।

মং ককের মিশন রোড স্টেডিয়ামে দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। আর সে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। বৃষ্টিস্নাত দিনে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা।

১৬ রান তুলতেই ইনিংসের চতুর্থ ওভারের ভেতর তাদের পতন ঘটে ছয়টি উইকেটের। তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে রাখা নাহিদা আকতার ও রাবেয়া খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় সামলে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ বলে ২১ করে লতা সাজঘরে ফিরলেও ৭ উইকেট হারানো বাংলাদেশ পাকিস্তানের সামনে ৫৯ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও টাইগ্রেসদের টুটি চেপে ধরা বোলিংয়ে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। তাদের থেমে যেতে হয় ৪ উইকেটে ৫৩ রান তুলেই। আর তাতেই বাংলাদেশ পায় ৬ রানের দুর্দান্ত এক জয়।

বুধবার (২১ জুন) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।