চাকরির সুযোগ বিমান বাংলাদেশে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মেইনটেন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এয়ারক্রাফট মেকানিক (মেইনটেন্যান্স)।

পদের সংখ্যা: ৪০টি

শিক্ষাগত যোগ্যতা
  • সিএএবি অথবা ইএএসএ পার্ট ১৪৭ অনুমোদিত বিআই.আই (এয়ারক্রাফট টারবাইন) বা বি২ (অ্যাভিওনিক্স) কোর্স সম্পন্ন থাকতে হবে।
  • এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞানসহ প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ–৫-এর স্কেলে ৩ দশমিক ৫ থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো পাঁচটি এবং এ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে।
  • এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ–৫-এর স্কেল ৩ দশমিক ৫ থাকতে হবে। এ লেভেল পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে।

বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। এসএসসি পাশের সদনপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে।

বেতন: মাসিক বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ জুন, ২০২৩ পর্যন্ত।

আবেদন যেভাবে: আগ্রহীদের https://bbal.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউই। আগ্রহী ব্যক্তিরা www.biman.gov.bd এবং www.biman-airlines.com ওয়েবসাইটে এ চাকরির বিস্তারিত জানতে পারবেন।