মারধরে দোকানির মৃত্যু

সোমবার (১২ জুন) রাতে রাজধানীর মিরপুর থানাধীন মিরপুর-১০ এর ‘ক’ ব্লকের ৩নং সড়কে চিকেন ফ্রাইয়ের দোকানে ছেঁড়া নোট ফেরত দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে মারধরে হাফিজুল ইসলাম (২৭) নামে এক বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম আসাদুজ্জামান চয়ন (২৭)।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, মিরপুরে চিকেন ফ্রাইয়ের দোকান চালাতেন হাফিজুল ইসলাম। গতকাল সোমবার (১২ জুন) সন্ধ্যায় আসাদুজ্জামান চয়ন (২৭) নামে এক ক্রেতা চিকেন ফ্রাই কিনে ১০০ টাকার ছেঁড়া নোট দেন। কিন্তু নোটটি গ্রহণ না করে ক্রেতাকে ফেরত দেন হাফিজুল। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত আসাদুজ্জামান চয়ন বিক্রেতাকে মারধর করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজুলকে মৃত ঘোষণা করে।

ওসি মোহসীন আরও জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই সজীব মিয়া বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে আসামি আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। হত্যায় জড়িত তারেকসহ অন্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।