‘সিক্স মার্ডার’ মামলার আসামি লালু গ্রেপ্তার

সোমবার (১২ জুন) দুপুরে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ নিশ্চিত করেছেন যে, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ক্যাম্প-১৮ ব্লক এম-১৯ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উখিয়ার ব্লক-ই এর ১২-নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে সাব্বির আহমেদ ওরফে লালু (৩০)।

ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত লালু বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় ছয়টি হত্যা, অস্ত্রসহ ও অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লকের সামনে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছেন বলে সংবাদ আসে। পরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালিয়ে লালুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।