নিজ দেশে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় উখিয়া ও টেকনাফের এ কর্মসূচিতে ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় ১০ হাজার রোহিঙ্গার অংশগ্রহণ করেন। এ সময় লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশ বক্তব্য রাখেন, রোহিঙ্গা নেতা ডা. জুবায়ের, মাস্টার শামসুল আলম মৌলভী নুর হোসেইন, মাস্টার কামাল ও মৌলভী ছৈয়দ উল্লাহ।

কক্সবাজারে প্রত্যাবাসন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গারা। এ সময় দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু হয় সমাবেশ।

সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ জানান, আমাদের দেশ মিয়ানমার। আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে। তবে কিছু স্বার্থান্বেষী মহল চায় না, আমরা দেশে ফিরে যাই। আমরা তাদের অনুরোধ করছি। দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।

জাতিসংঘের দ্বৈত নীতির নিন্দা জানিয়ে সমাবেশে রোহিঙ্গা নেতারা জানান, রেশন কমিয়ে দেওয়া, প্রত্যাবাসনে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে মরিয়া। সে কারণে নাগরিকত্ব দিয়ে দ্রুত প্রত্যাবাসন জরুরি।

এ সময় ক্যাম্প ৪-এর সাত রাস্তার মাথার সমাবেশে বক্তব্য রাখেন, আবদুল গফুর, রশিদ মিয়া। ক্যাম্প -৯ এর পোড়া বাজারের মাঠের সমাবেশে বক্তব্য রাখেন, মান্নান হোসেন, রফিক উল্লাহসহ আরও অনেকে।