অখণ্ড ভারতের মানচিত্রে বাংলাদেশ

বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ভারতের নতুন সংসদ ভবনের একটি ম্যুরালে ‘অখণ্ড ভারত’ মানচিত্রে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাইলে উত্তরে ভারত জানিয়েছে, ওই ম্যুরালটিতে সম্রাট অশোকের রাজত্বকালকে দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘অখণ্ড ভারত’ মানচিত্রে বাংলাদেশ থাকার বিষয়ে ভারত জানিয়েছে ‘সম্রাট অশোকের রাজ্যের ব্যাপ্তি এবং সে সময় সম্রাট অশোকের নেতৃত্বে সংঘটিত জবাবদিহিমূলক এবং মানুষের উন্নয়নকেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রতীকী হিসেবে আলোচিত ম্যুরালটি স্থাপতি হয়েছে। ওই ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল ঐতিহাসিক প্রাচীন ভারত বিশেষত সম্রাট অশোকের রাজত্বকে ফুটিয়ে তোলা। ম্যুরালটিতে সম্রাট অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদ মাধ্যমে ‘অখণ্ড ভারত’ নামে প্রচার করা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের নতুন পার্লামেন্ট ভবনের একটি ম্যুরালে ‘অখণ্ড ভারত’ মানচিত্রে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার রয়েছে। এ নিয়ে কয়েকটি দেশ ইতোমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে।

এর আগে, ‘অখণ্ড ভারতের’ মানচিত্র নিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।