রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের সমস্যা

শনিবার (৩ জুন) রাজধানীর গুলশানে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক’ বিষয়ক আলোচনায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য বড় সমস্যা। এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মন্তব্য না করে তিনি বলেন, ঢাকার সঙ্গে টোকিওর সম্পর্ক গত ১০ বছরে আরও বেড়েছে। নিরাপত্তা প্রযুক্তি আদান প্রদানে শুধু সরঞ্জাম নয়, এক্ষেত্রে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এ দুই দেশ। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর বাইরেও, দুদেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নানা আনুষ্ঠানিকতার বিষয়টি চলমান রয়েছে জানিয়ে জাপানের রাষ্ট্রদূত  আরও বলেন, ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে আমাদের।

আলোচনা অনুষ্ঠানে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজের ওপর গুরুত্বারোপ করেন ইওয়ামা কিমিনোরি।