কাঁচাবাজারে স্বস্তি নেই
সবজিতে ভরা কাঁচাবাজার। মনে করার অবকাশ নেই সরবরাহের ঘাটতি। তবুও বিক্রেতাদের কথা, পাইকারিতে সরবরাহ কম, তাই প্রকারভেদে প্রতিটি সবজিই বিক্রি করতে হচ্ছে প্রতিকেজি ৫০-১০০ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ৬০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, মুলা ৬০ টাকা , শসা ৬০ টাকা, কাঁকড়ল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাক, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং জালি কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
কাওরান বাজারে সবজি কিনতে এসেছিলেন বেসরকারি এক চাকরিজীবী। তিনি বলেন, এখানে একটু কম দামে সব ধরনের সবজি পাওয়া যায়। তাই সাপ্তাহিক ছুটির দিনে প্রায় পুরো সপ্তাহের জন্য সবজি কিনে নিয়ে যাই। কিন্তু আজ এসে দেখি, সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। না খেয়ে তো আর থাকা যাবে না। তাই দাম যত বেশিই হোক কিনতেই হবে। তবে প্রয়োজন মতো সবজি কিনতে পারিনি।