আ. লীগের ১৩ নেতা বহিষ্কার
বৃহস্পতিবার (১ জুন) কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বিষয়টি নিয়ে কথা বলেন, কক্সবাজার পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধিতাসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, বহিষ্কৃতরা দলীয় মেয়র পদপ্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন পৌর আওয়ামী লীগের সদস্য ইউচুফ বাবুল ও আলী হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবদল জলিল, ১২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম দানু, ১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট সদস্য জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।